কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বাংলাদেশি ভেবে গুলি চালালেও, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায় তিনি ভারতীয় নাগরিক জাহানুর আলম (২৪), কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার বাসিন্দা। সীমান্তবাসীদের মতে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও গরু চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে একদল চোরাকারবারি সীমান্ত পেরিয়ে গাঁজা ও গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতের ভারবান্দা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে জাহানুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও সহযোগীরা পালিয়ে যায়, ফলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহতের মরদেহ চার ঘণ্টা পড়ে থাকার পর বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের দাবি অনুযায়ী, ভোরে একদল ভারতীয় নাগরিক বিএসএফ পোস্টে হামলা চালালে তারা আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে এক ব্যক্তি নিহত হন। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
Sharing is caring!